প্রকাশের সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ । ২:৩৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়িয়ায় যানজটমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

মো. হেলাল উদ্দিন উজ্জ্বল (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সড়কের প্রধান সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজলা প্রশাসন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে ভালুকজান বাজার পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি শেখ তাকী তাজওয়ার, অফিসার ইনচার্জ রুকনুজ্জামান।উপজেলার দক্ষিনাঞ্চলের মানুষ উপজেলা সদরে প্রবেশের সময় একটি মাত্র সড়ক ব্যবহার করে। সড়কের দুইপাশের ড্রেনের স্লাবের উপর অবৈধ দোকানপাট তৈরি করার ফলে মানুষের পায়ে চলার পথ বন্ধ হয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার জানান, সড়কের দুইপাশ বিশেষ করে ড্রেনের উপর।থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন