ময়মনসিংহে সাংবাদিকদের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডস্থ টিউলিপ গার্ডেনের মেজবান খানায় সাংবাদিকদের সাথে মহানগর জামায়াতে ইসলামীর এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও ময়মনসিংহ সদর—৪ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
সভা পরিচালনা করেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার সহকারী সেক্রেটারী মোঃ আনোয়ার হাসান সুজন।
সভায় মহানগর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, সমাজের সকল যৌক্তিক দাবির সাথে জামায়াতে ইসলাম সব সময় থাকবে।
তিনি বলেন, অতীতে অনেক এমপি মন্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও জামাতের দলীয় মন্ত্রী এমপিদের দূর্নীতি নেই। আমি এমপি হলে আমার অর্থ বা তহবিল বাড়বেনা বরং কমবে। যার প্রমাণ ভবিষ্যতে আপনারাই দিতে পারবেন। দূর্নীতি নামক শব্দ থেকে আমরা বের হয়ে আসব।
জামায়াতের আমীর স্পষ্ট করেছেন নিজ নিজ এলাকার বাজেট সম্পর্কে সকলকে অবহিত করা হবে। বাড়লেও জানানো হবে, কমলেও জানানো হবে। কাজের গতি থাকবে। ঠিকাদারদের উপর কঠোর নজরদারি থাকবে।
তিনি আরো বলেন, জামাতের লোকজন দ্ধারা কষ্ট পেয়েছেন এমন কোন নজির নেই। জামাত ক্ষমতায় গেলে সকল স্তরে নারীরা সম্মান নিয়ে বসবাস করবে। ইভটিজিং, ধর্ষণ ঘটনার অল্প সময়ে বিচার হবে। ইসলামে নারীদের সম্মানিত করার বিধান রয়েছে ।
সামনের দিনে কল্যাণকর, দূর্নীতিমুক্ত ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনের পরিকল্পনা নেওয়া হবে। ময়মনসিংহের প্রেক্ষাপটে কি করা যায় তা জানতে আজকের এই মতবিনিময়। সকলের কাছ থেকে করণীয় নিয়ে তথ্য ও মতামত আমলে নিয়ে কেন্দ্রীয় ইশতেহার সম্পৃক্ত করা হবে। সংবিধান সকলের জন্য। মানবিক বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় সকল মানুষকে নিয়ে জামাত কাজ করবে। জামাত ক্ষমতায় গেলে অন্যান্য ধর্মের মানুষ এই দেশে আমানত হিসেবে বসবাস করবে। সকল ধর্মের মানুষ জামাত করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর দপ্তর সম্পাদক খন্দকার মোঃ আবু হানিফ, সমাজ কল্যান সম্পাদক ইন্জিনিয়ার আব্দুল বারী, বন ও পরিবেশ সম্পাদক ডাক্তার মোঃ আজিজুর রহমান, কৃষি সম্পাদক মোঃ হায়দার করিম প্রমূখ।
মতবিনিময় সভায় ময়মনসিংহে কর্মরত ইলেকট্রনিকস, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।