ময়মনসিংহে ১৩ ঘন্টা যাবত রিলিফ ট্রেনের ক্রেনের ৪ চাকা লাইনচ্যুত। তবে, ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে নগরীর কেওয়াটখালী এলাকায় এই ঘটনা ঘটে।
লোকোশেড ইনচার্জ মাসুদ রিলিফ ট্রেনের ক্রেনের ৪ চাকা লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, গতকাল শুক্রবার রাতে লোকোশেড থেকে রিলিফ ট্রেন ময়মনসিংহ স্টেশনের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কেওয়াট যেতেই রিলিফ ট্রেনের ক্রেনের ৪ চাকা লাইনচ্যুত হয়। পরে রাতের বেলায় রিলিফ ট্রেন উদ্ধারে কোন কাজ করা সম্ভব হয়নি। সকালে ঢাকা থেকে অপর একটি রিলিফ ট্রেন এসেছে। লাইনচ্যুত হওয়া রিলিফ ট্রেনের ক্রেনের ৪ চাকা উদ্ধারে কাজ চলছে।