নেত্রকোনার দুর্গাপুরে ক্যান্সার আক্রান্ত রুবিনা খাতুনের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রবিনা খাতুন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বুগাইকান্দা গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।
টাকার অভাবে চিকিৎসা চালানো সম্ভব হচ্ছিলো না রুবিনা খাতুনের। এই অবস্থায় দুর্গাপুর পৌর যুবদলের মাধ্যমে রুবিনা খাতুনের বিষয়টি জানতে পারেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। পরে তিনি রুবিনা খাতুনের চিকিৎসার সহায়তায় এগিয়ে আসেন। বুধবার ময়মনসিংহ মেডিকেল ১ম কেমোথেরাপি দেওয়া হয়। আগামী ৪ অক্টোবর দেওয়া হবে ২য় থেরাপী।
রুবিনা খাতুনের ছেলে খাইরুল ইসলাম বলেন,
আমি কাঠমিস্ত্রীর কাজ করে সংসার চালাই৷ আমার পক্ষে মায়ের চিকিৎসা করানো সম্ভব হচ্ছিলো না। নেতাকর্মীদের মাধ্যমে ব্যারিস্টার কায়সার কামাল আংকেল আমার অসহায়ত্বের কথা শুনে আমার মায়ের চিকিৎসায় সহায়তা করছে। ব্যারিস্টার কায়সার কামাল আংকেল এর প্রতি চিরকৃতজ্ঞ আমার পরিবার। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন৷
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, বিএনপি মা-মাটি ও মানুষের দল। বিএনপি সব সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াই এবং তাদের কথা ভাবে। আমি যখন জানতে পারলাম রুবিনা খাতুনের বিষয়টা তখনই নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি তাঁর বিষয়ে খোঁজখবর নিতে। ইতিমধ্যে রুবিনা খাতুনের চিকিৎসা শুরু হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে সকল রকম সহযোগিতা করা হবে।