প্রকাশের সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:৫৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ধানমন্ডি থানাধীন এলাকায়  বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত ও জরিমানা 

৭৫ বাংলাদেশ ডেস্ক।।
বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে এপিবিএন ১১ পুলিশের সহায়তায়  ০১.০৯.২০২৫ তারিখ  বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা কৌশিক দাস দুর্জয়, পরীক্ষক (মেট),  জ্যোতি প্রকাশ বর্মন, পরীক্ষক (মেট, রসায়ন) এবং  মোঃ সামিউল ইসলাম, পরীক্ষক (মেট, রসায়ন) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর ধানমন্ডি থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স বস সুইটস এন্ড ফুডস লিঃ, হাউজ # ৩৫২/বি, রোড # ২৭, ধানমন্ডি, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযানকালে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ  ব্যতিত পাউরুটি, কেক, বিস্কুট ও দই পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায়  উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ২০,০০০ (বিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়।
এছাড়া মেসার্স গোরমেট বাচার শপ (বেঙ্গল মিট), হাউজ # ২১/বি, রোড # ২৭, ধানমন্ডি, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিভিন্ন পণ্যের মোড়কজাতকরণ সনদ থাকায় উক্ত প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন