ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের বিজয় নগর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ ফারুক মিয়ার বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এব্যপারে তার স্ত্রী মোছাঃ আমেনা খাতুন (৩৫) বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ, গত প্রায় ৩মাস পূর্বে মোঃ আবু বক্কর ছিদ্দিক বিবাদী মোছাঃ আমেনা খাতুন (৩৫) এর কাছ থেকে ৮০,০০০/= (আশি হাজার) টাকা হাওলাত নেয়।পরবর্তীতে এক মাস অতিবাহিত হওয়ার পর টাকা দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করে আসছে।
অভিযোগ রয়েছে, গত (৩০ সেপ্টেম্বর) বিকেলে পাওনা টাকার জন্য গেলে মোঃ আবু বক্কর ছিদ্দিক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং প্রতিবাদ করায় বাদী মোছাঃ আমেনা খাতুন (৩৫) কে চুলের মুঠি ধরিয়া এলোপাথারী ভাবে কিল, ঘুষি, লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
পরবর্তীতে মোছাঃ আমেনা খাতুন (৩৫) এর পিতাঃ ছিদ্দিক মিয়া (৫৬) ঘটনার প্রেক্ষিতে বিবাদীগনের বাড়ীতে জিজ্ঞেস করতে গেলে তাকে দৌড়াইয়া বাড়ীতে নিয়ে এসে এলোপাথারী ভাবে লাঠি সোটা দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং বিবাদী মোঃ আবু বক্কর ছিদ্দিকসহ মোঃ হেলিম মিয়া (৫৬) পিতাঃ মৃতঃ নেকবর আলী, মোঃ বাবু মিয়া (২২) পিতাঃ মোঃ আব্দুল হেলিম, মোঃ তারা মিয়া (২৮) মোঃ রতন মিয়া (৩২) মোঃ ফারুক মিয়া (২৬) সর্বপিতাঃ মোঃ আব্দুল হেকিম, মোঃ ফকর উদ্দিন (২৮) পিতাঃ মৃতঃ মিয়া হোসেন মোঃ হৃদয় মিয়া (২২) পিতাঃ মোঃ মুক্তার উদ্দিন, মোঃ হালিম মিয়া (৫০) পিতাঃ মৃতঃ আকবর আলী, মোঃ মনির হোসেন (৩৫) পিতাঃ মোঃ আব্দুস সাত্তার, সর্বসাং- বাথুয়াদী, থানাঃ তারাকান্দা, জেলাঃ ময়মনসিংহগন জোরপূর্বক বসত ঘরের ভিতরে অনধিকার প্রবেশ করিয়া সোকেসের ড্রয়ার হইতে নগদ- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, ১০ আনা ওজনের স্বর্নের চেইন নিয়ে যায়, এবং এলোপাতাড়ি কুপিয়ে বসত ঘরসহ ঘরের ভিতরের আসবাবপত্র ভাংচুর করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এব্যপারে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ( তদন্ত) ফারুক হোসেন জানিয়েছেন লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।