প্রকাশের সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ । ১০:৪২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরে শাপলা ফুলের টানে ঝরে গেল দুই শিশুর প্রাণ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।।

শেরপুরের সদর উপজেলায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার গাজিরখামার চকপাড়া এলাকার বলেশ্বর বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো,চকপাড়া গ্রামের মাসেক আলীর মেয়ে ফাহিমা আক্তার নুন (৯) এবং জয়নুদ্দিনের মেয়ে জেমি (৮)। পরিবার সূত্রে জানা যায়, সকালে ফাহিমা ও জেমি বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা ফুল তুলতে যায়। তবে দীর্ঘসময় ধরে তারা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। পরে এলাকাবাসীর সহায়তায় বিলের মাঝখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, শাপলা ফুল তুলতে গিয়ে অসাবধানতাবশত বিলের গভীর পানিতে পড়ে ডুবে যায় তারা দুজন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন