প্রকাশের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ । ৮:৩৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে সেনাবাহিনীর হাতে নারীসহ জেলা তাঁতি দলের সদস্য সচিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের তারাকান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ উত্তর জেলা তাঁতি দলের সদস্য সচিব রওনক আহমেদ আজিজুলকে (৩৬) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। একই সাথে আজিজুলের বন্ধু মো. সজিব (৩৪) এবং ২৪ বছর বয়সী এক নারীকে আটক করা হয়।

শনিবার (২৩ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার গোয়াতলা শশার বাজার কেডিএম অটো রাইস মিল থেকে সেনাবাহিনী তাদের আটক করে।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল হেলিম বলেন, বিভিন্ন সময় শোনা যেত মিলটিতে অসামাজিক কার্যকলাপের কথা। গ্রেপ্তার হওয়ায় এখন বুঝতে পারছি আসলেই সেখানে তা হয়েছে। আমরা চাই কোথাও যেন এমন অসামাজিক কাজ না হয়।

কেডিএম অটোরাইস মিলের মালিক কমল আগরওয়ালা বলেন, আমি অসুস্থ ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছি। সকালে শুনেছি রাইসমিল থেকে ম্যানেজার আজিজুল এক নারীসহ তিন জনকে অসামাজিক কার্যকলাপের জন্য আটক করেছে। বিষয়টি দুঃখজনক, মেনে নিতে পারছি না। মিলে অসামাজিক কাজ হয় জানলে আজিজুলকে রাখতাম না। সে দুই বছর ধরে আমার মিলের ম্যানেজার। আমি চাই তদন্তপূর্বক ব্যবস্থা হোক।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, শনিবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আজিজুল, তাঁর বন্ধু সজিব এবং এক নারীকে আটক করে থানায় সোপর্দ করে। তারা অসামাজিক কাজে লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন