প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ । ৭:০৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ নগরীতে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহে নগরীর স্টেশন রোডে অস্থায়ী হকার্স মার্কেট ও স্টেশন রোড থেকে নতুন বাজার পর্যন্ত রাস্তার দুপাশে দখল করে অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকালে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপুর নেতৃত্বে টাস্ক ফোর্স বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

স্টেশন রোডের হকার্স মার্কেটে প্রায় দেড়শ দোকান উচ্ছেদ করা হয়েছে। ১০ মাস আগে প্রশাসনই তাদেরকে দোকান করার জন্য দিয়েছিলেন বলে জানিয়েছেন দোকানীরা।

অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন নূর মোহাম্মদ নাহিয়ান ইসলাম, ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতরের ডিএডি রফিক, আনসার ভিডিপি জেলা কমান্ডেন্ট রবিউল ইসলাম, ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নগরীর প্রধান সড়ক স্টেশন রোড থেকে নতুন বাজার পর্যন্ত ফুটপাতে অবৈধভাবে দখল করে গড়ে ওঠা দোকান ও হকারদের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির কারণে সড়কগুলোতে যানজট সৃষ্টির কারণে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন