প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ । ১১:৩৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিককে হুমকি দিলেই ৫ বছরের জেল ও এক লাখ টাকা জরিমানা

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে, যেখানে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের সহিংসতা, হুমকি ও হয়রানি থেকে সুরক্ষা নিশ্চিতের বিধান রাখা হয়েছে।

খসড়া অনুযায়ী, কোনো সাংবাদিককে হুমকি বা হয়রানি করা হলে দোষী ব্যক্তিকে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড, ন্যূনতম এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর সহিংসতা ও হয়রানি বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী এ খসড়া তৈরি করা হয়েছে।

এতে সাংবাদিকদের জীবন, স্বাধীনতা, সুনাম ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ আটক, তল্লাশি বা তথ্যসূত্র প্রকাশে জোর করার মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

খসড়ায় উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে তথ্য সংগ্রহ বা প্রকাশের কারণে সাংবাদিক যেন কোনো ব্যক্তি, সংস্থা বা সরকারি কর্তৃপক্ষের সহিংসতা, হুমকি বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এছাড়া যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণের কথাও বলা হয়েছে।

এ অধ্যাদেশ অনুযায়ী, সাংবাদিকদের বিরুদ্ধে ভয়ভীতি বা মানসিক-শারীরিক চাপ প্রয়োগের ঘটনা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। দোষী প্রমাণিত হলে অর্থদণ্ডকে ক্ষতিগ্রস্ত সাংবাদিকের ক্ষতিপূরণ হিসেবে আদায় করা যাবে।

এছাড়া, অভিযোগ দায়েরের ক্ষেত্রে সাংবাদিক সরাসরি বা অনলাইনের মাধ্যমে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করতে পারবেন এবং আদালত দ্রুত তদন্ত ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেবেন।

সহিংসতা, হুমকি ও হয়রানির সংজ্ঞায় শারীরিক বা মানসিক নির্যাতন, অপমান, কাজে বাধা, অবৈধ আটক, গুম, অপহরণ, যৌন হয়রানি ও সার্বক্ষণিক নজরদারি অন্তর্ভুক্ত থাকবে। বিচার কার্যক্রম প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সম্পন্ন হবে।

এই খসড়া চূড়ান্ত হওয়ার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের পথে একটি বড় পদক্ষেপ নেওয়া হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন