প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫ । ৭:৫৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

নালিতাবাড়ীর নাকুগাঁও সীমান্তে নারী-শিশুসহ ১০ বাংলাদেশি হস্তান্তর করল বিএসএফ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।।

সীমান্তবর্তী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা চেকপোস্টে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।রোববার (১০ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ৩৯ বিজিবির হাতিপাগার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ এবং ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ঢালু বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শেখ বশির আহমেদের উপস্থিতিতে পতাকা বৈঠকে এ হস্তান্তর সম্পন্ন করা হয়। বিজিবি সূত্র জানায়,বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল তারা। পরে ভারতীয় পুলিশ আটক করে তাদের।

রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। রাতেই বিজিবি নালিতাবাড়ী থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। হস্তান্তরকৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মলমপাড়া গ্রামের শ্রী কিরণ লাকড়া (২৮), অনিতা রানী (২৬) ও নন্দিনী লাকড়া (০২)। এছাড়া একই জেলার তানোর উপজেলার জোতগরীব গ্রামের শ্রী সুখদেব উরাও (৩৫), শ্রী গোলাপী উরাও (২৭),মায়া দেবী (১৬), ছায়াবতী (১৩),অর্নবর্তী (১০), বিষ্ণুপ্রিয়া (০৫) ও সাত মাস বয়সী সুদন্ত উরাও।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোহেল রানা বলেন,হস্তান্তরকৃতদের বাড়ির ঠিকানায় যোগাযোগ করা হচ্ছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন