প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫ । ১০:৫৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আ.লীগের প্রশংসা ও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফেসবুকে ভিডিও, স্কুলছাত্র গ্রেপ্তার

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

সামাজিক মাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রশংসামূলক মন্তব্য ও জয় বাংলা স্লোগন দিয়ে ভিডিও পোস্ট করায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক স্কুলছাত্রকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাতে কুলাউড়া পৌর শহরের ভাঙারিপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফেসবকে পোস্ট করা ওই ভিডিওতে কিশোরকে বলতে শোনা যায়, “একমাত্র শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের একজন গর্বিত নারী। ইনশাআল্লাহ তিনি একদিন না একদিন ফিরে আসবেন। ইনশাআল্লাহ আওয়ামী লীগ আবার ফিরে আসবে। জয় বাংলা, জয় বাংলা। আমি শেখ হাসিনার লোক। গর্ব করে বলতে পারি আমি বঙ্গবন্ধুর সৈনিক। ইনশাআল্লাহ আবার দেখা হবে রাজপথে, ধন্যবাদ।”

সম্প্রতি ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

ওই স্কুলছাত্র স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। তার বাবা একটি সাজসজ্জা প্রতিষ্ঠানের কর্মী; মা বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। ভাঙারিপট্টি এলাকায় তারা ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।

ছড়িয়ে পড়া ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ওই স্কুলছাত্র একটি কক্ষে চেয়ারে বসে আছে। সামনে টেবিল রাখা। পেছনের দেয়ালে বিএনপি নেতা প্রয়াত এম সাইফুর রহমানের ছবিসংবলিত একটি ব্যানার টানানো।

ভিডিওটি প্রথমে “কুলাউড়া ডটকম” নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। পরে সেই পোস্ট “স্বাধীন ২৪/৭” নামে আরেকটি পেজে পোস্ট করলে সেটি ভাইরাল হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক গণমাধ্যম কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ফাহিম কুলাউড়ায় মুরাদ আহমেদ নামে বিএনপির এক নেতার বাসায় কয়েকটি ব্যানারের সামনে বসে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছে। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন