রাজধানীর উত্তরা এলাকা থেকে যুবলীগ সদস্য সাজ্জাত কবির (৪০) কে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
শনিবার (৯ আগস্ট ২০২৫) বিকেল আনুমানিক ১৭:৪৫ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১৪ নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ জানতে পারেন ১৪ নং সেক্টর এলাকায় আসামী সাজ্জাত কবির অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিকেল ১৭:৪৫ঘটিকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম থানার মামলা নং ৬১, তারিখ-৩০/০৫/২০২৫ এর এজহারভুক্ত আসামী সাজ্জাত কবির।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।