প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ । ৫:৪১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবীশ জনি সাময়িক বরখাস্ত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।।

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবীশ জাহাঙ্গীর আলম জনিকে দলিল রেজিস্ট্রেশনে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাকে অফিস প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ২৯ জুলাই শেরপুর জেলা রেজিস্ট্রার মো.আনিসুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশে বলা হয়,অতিরিক্ত ফি আদায়,বালাম বহি ও দলিল নকল না করা,কর্তব্যে চরম অবহেলা এবং অসদাচরণের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় জনিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জানা গেছে,এর আগেও ২০২৩ সালের ৩ জানুয়ারি একই ধরনের অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার এবং অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

পরবর্তীতে ওই বছরের ২৩ মার্চ তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তবে পরে সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছিল।সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জনির বিরুদ্ধে আবারও অনিয়মের অভিযোগ প্রকাশিত হলে নতুন করে তদন্ত শুরু হয়। সর্বশেষ তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দ্বিতীয়বারের মতো সাময়িকভাবে বহিষ্কার করা হলো। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর জেলা রেজিস্ট্রার মো.আনিসুর রহমান।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন