প্রকাশের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫ । ১২:৫২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার সকাল দশটার দিকে সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম বাসসকে জানান, আজ শনিবার সকাল ১০ টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগে। পরে আগুন নেভাতে ১০ টা ৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে আগুন নেভাতে বর্তমানে ১১ টি ইউনিট কাজ করছে।

অগ্নিকাণ্ডের কারণ, হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন