প্রকাশের সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ । ২:৩৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও ফুটপাত দখল করায় সাজা প্রদান

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

রাজধানীর ভিক্টোরিয়া পার্ক এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও অবৈধভাবে ফুটপাত দখল করার কারণে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে একাধিক ব্যক্তিকে সাজা প্রদান করেছে ডিএমপির লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। উক্ত সংক্ষিপ্ত বিচার আদালতের ভ্রাম্যমাণ কার্যক্রম পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করে ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগসহ সূত্রাপুর ও কোতয়ালী থানা পুলিশ।

ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, ২৯ জুলাই ২০২৫ খ্রি. তারিখ বিকেল ৩:০০ টা থেকে ৫:৩০টা পর্যন্ত ভিক্টোরিয়া পার্ক এলাকায় বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স টোকেন না থাকার কারনে এবং হেলমেটবিহীন মটরসাইকেল চালানো, অবৈধ পার্কিং ও উল্টো পথে যান চলাচলের কারনে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন বিধান ভঙ্গের অভিযোগে একাধিক ব্যক্তিকে ৩১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান, এক জনকে ৭ দিনের কারাদণ্ড, ও ৪টি যানবাহন আটক করে কাগজপত্র প্রদর্শনের ৭ দিনের সময়সীমার আদেশ প্রদান করেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ সূত্রে আরো জানা যায়, একই দিনে একই এলাকায় অবৈধভাবে জনসাধারণের চলাচলের রাস্তায় মালামাল রেখে ফুটপাত দখল করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ।

ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা প্রস্তুত। সম্মানিত মহানগরবাসী ও চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন