প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ । ৯:২৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

স্টাফ রিপোর্টার।।

ফরিদপুরে কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য আঞ্জুমান আরা বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন

এর আগে সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা পৌরসভার সরকারি কলেজ রোড সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আঞ্জামান আরা বেগম কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও ফরিদপুর জেলা মহিলা লীগের সহসভাপতি। তিনি নগরকান্দা উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। আঞ্জুমান আরা নগরকান্দার ছাগলদিয়া গ্রামের মৃত আব্দুস সামাম মাতুব্বরের মেয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বলেন, ডিএমপির ডিবির একটি টিম মহিলা লীগের কেন্দ্রীয় ওই নেত্রী আঞ্জমান আরাকে গ্রেপ্তার করেছে। আমরা ডিএমপির ডিবির কাজে শুধু সহযোগিতা করেছি। তাকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, নিশ্চয়ই তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলার রয়েছে। এখন কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কিংবা তার বিরুদ্ধে নতুন করে কোনো মামলা হবে কিনা এটা ডিএমপির ডিবি বলতে পারবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন