প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ । ২:০৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

“ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অটোরিকশা পেলেন প্রতিবন্ধী রফিকুল

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।।

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৫৫) কে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে। তিনি উপজেলার ঘাগড়া ইউনিয়নের কবিরাজ পাড়ার বাসিন্দা। ১৬ জুলাই (বুধবার) বিকেলে উপজেলা পরিষদের সামনে অটোরিকশাটি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হক সানি,খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুজন খান,গোল্ডেন কো-অপারেটিভ এর প্রতিনিধি মামুন মিয়া,ডোনেট ২০ টাকা হাসিব আল তুহিন,ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিনিধি জাহিদুল হক মনির, ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের প্রতিনিধি আতিকুর রহমান খান, ঝিনাইগাতী হেল্পলাইন এর প্রতিনিধি মোরাদ হোসেন (চান),আলোর সন্ধানে আসঝি সংগঠনের প্রতিনিধি আশিকুর রহমান,বিউটি অব ঝিনাইগাতীর প্রতিনিধি নিবির আল দিন ও সাংবাদিক সাইফুল ইসলাম। রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই জীবিকা নির্বাহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার একমাত্র উপার্জনের মাধ্যম ছিল প্যাডেল রিকশা।

তা দিয়ে পরিবারের চার সদস্যের জীবনযাত্রা পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে পড়ে। রফিকুলের দুই ছেলেই ছাত্র লেখাপড়া খরচ যোগাতে হিমশিম।একজন বর্তমানে সপ্তম শ্রেণিতে পড়ে এবং অপরজন সদ্য মাদ্রাসায় ভর্তি হয়েছে।রফিকুলের এই মানবেতর জীবনযাত্রা দেখে পাশে দাঁড়ায় ঝিনাইগাতীর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু” এর প্রতিনিধি সেচ্ছাসেবী আতিকুর রহমান খান ও তার সহযোগী সিয়াম আহমেদ, হুমায়ুন কবির,রাকিব হাসান।

এ বিষয়ে আয়োজকরা জানান,”মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা রফিকুল ভাইয়ের পাশে দাঁড়িয়েছি। তার মতো অনেক অসহায় মানুষকে সাহায্য করাই আমাদের মূল লক্ষ্য। অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত রফিকুল ইসলাম বলেন,এই উপহার আমার জীবনের বড় পাওয়া। এই গাড়ি থেকে আয়-রোজগার করে পরিবারকে নিয়ে ভালোভাবে চালতে পারবো। যারা পাশে দাঁড়িয়েছেন তাদের জন্য দোয়া করি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন