প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ । ১০:২১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।।

সারাদেশের ন্যায় শেরপুরে ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার সদস্যরা। মঙ্গলবার (৮ জুলাই) সকালে ৩ ঘন্টাব্যাপী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন,বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের শেরপুর জেলা শাখার সভাপতি মশিউর রহমান,জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,সদর মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার,নালিতাবাড়ী উপজেলার মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা সুলতানা প্রমুখ। এসময় শেরপুর জেলা সহ নকলা,নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার স্ব-স্ব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,নিবার্হী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪ তম গ্ৰেড প্রদান,ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১ তম গ্ৰেড উন্নীতকরণ,পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্ৰেড নিশ্চিতকরণ, পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেল আত্নীকরণ করা, পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণ কারী স্বাস্থ্য সহকারী,সহকারী স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১ তম গ্ৰেড দিতে হবে।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই ৬ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী ও টেকসই হবে বলেও জানান বক্তারা।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন