প্রকাশের সময়: শনিবার, ৫ জুলাই, ২০২৫ । ৯:৩০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির মাছের রেণু পোনা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ এলাকায় রুই , কাতলা, মৃগেলসহ নানা প্রজাতির মাছের রেণু পোনা অসাধু মৎস্য শিকারী প্রতিনিয়ত টানা জাল, কারেন্ট জাল ইত্যাদি দিয়ে আহরণ করে বিক্রয় করতে দেখা যায়।

শনিবার (৫ জুলাই) সকালে এবং সন্ধ্যার পর থানা ঘাট বেড়িবাঁধের নিচ এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তুলে এসকল রেণু পোনা বিক্রয় করতে দেখা যায়।

ময়মনসিংহ বিভাগীয় ও জেলা মৎস্য অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ব্রহ্মপুত্র নদ এলাকায় রেণু পোনা বাঁচিয়ে রাখার জন্য ২/৩ মাস মাছের অভয়ারণ্য ঘোষণা করে রেণু পোনা মাছ বড় হওয়ার সুযোগ দিলে মৎস্যজীবী জেলে সম্প্রদায় মাছ আহরণে অর্থনৈতিক ভাবে সচ্ছলতা ফিরে আসতো এবং ক্রেতা সাধারণ বড় মাছ ক্রয় করে প্রকৃত নদীর মাছের স্বাদ পেতো।

প্রতিদিন লক্ষ লক্ষ বড় মাছের পোনা নিধন করছে কতিপয় অসাধু জেলে সম্প্রদায়। এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার মোক্ষম সময়।

বিভাগীয় ও জেলা মৎস্য কর্মকর্তা দ্রুততম সময়ে রেণু পোনা মাছ গুলো ব্রহ্মপুত্র নদে সংরক্ষণ করার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন