প্রকাশের সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ । ৮:৩৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীয়ায় বিপুল পরিমান যৌন উত্তেজক ট্যাবলেটসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চৌদার গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক ট্যাবলেটসহ উছমান গনি (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ। শুক্রবার (৪ জুলাই) রাত ১টা ১০ মিনিটে গ্রেফতারকৃতের বাড়ীতে অভিযান চালিয়ে যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়।

উছমান গনি চৌদার গ্রামের জামাল উদ্দিনের ছেলে। জব্দকৃত যৌন উত্তেজক ট্যাবলেটের বাজার মূল্য ৭৫ হাজার টাকা হবে বলে জানা গেছে।

জানা যায়, উছমান গনি দীর্ঘদিন যাবত এই যৌন উত্তেজক বড়ি, হালুয়া বিক্রি করে আসছে। অন লাইনে যৌন উত্তেজক বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে উঠতি বয়সি ছেলেদের আর্কষিত করে, দেশের বিভিন্ন জায়গায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল পাঠিয়ে থাকেন। যুবসমাজকে বিপদগামী করে তোলছে, এসব কারনে ধর্ষণের মত ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকনুজ্জামান জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন