শেরপুরের নালিতাবাড়ীতে ছয় বছর বয়সী এক কন্যাশিশু আতিকুর রহমান (২৫) নামে এক যুবকের লালসার শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছে।এ ঘটনায় ওই কন্যাশিশুর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতারে মাঠে নেমেছে থানা পুলিশ।গত মঙ্গলবার (১ লা জুলাই) বিকেল ছয়টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়,বিকেলে ওই গ্রামের দিনমজুরের ছয় বছর বয়সী কন্যাশিশু আরেক শিশুর সাথে বাড়ির বাইরে খেলা করছিল। এসময় ওই দুই শিশুকে দোকান থেকে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে কন্যাশিশুটিকে একটু দূরের পরিত্যক্ত ভিটার বাগানে নিয়ে যায় আতিক।রাস্তায় বসিয়ে রেখে যায় সাথের অপর শিশুকে।পরে সেখানে নিয়ে ওই কন্যাশিশুকে পাশবিক নির্যাতন করে সটকে পড়ে আতিক।
এরপর অসুস্থ হয়ে পড়া কন্যাশিশু কান্নাকাটি করে বাড়ি ফিরলে ঘটনা প্রকাশ পায়।পরে রাতেই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আহত শিশুকে চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান,অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।