প্রকাশের সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ । ৬:২০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মতিঝিলে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় তিন ডাকাত গ্রেফতার; হাইয়েস গাড়িসহ নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।
রাজধানীর মতিঝিলে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতারসহ ডাকাতির ঘটনায় ব্যবহৃত হাইয়েস গাড়ি এবং নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ শামিম রহমান (২৯), মোঃ মিজান রহমান (৫১) ও রবিউল ইসলাম জুয়েল (৪২)।
গত শুক্রবার হতে রবিবার (২৭ হতে ২৯ জুন, ২০২৫ খ্রি.) ঢাকা ও ঝালকাঠিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় শামিমের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েস গাড়ি ও মিজানের হেফাজত হতে নগদ ৮০ হাজার টাকা ও জুয়েলের হেফাজত হতে নয় হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং লুন্ঠন হওয়া অন্যান্য টাকা উদ্ধারসহ আত্মগোপনে থাকা ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন