প্রকাশের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫ । ১১:৪৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় যৌথ অভিযান: ৪টি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার।।
গতকাল দিবাগত রাতে সেনাবাহিনীর যাত্রাবাড়ী আর্মি ক্যাম্প থেকে পরিচালিত একটি যৌথ অভিযানে যাত্রাবাড়ী থানার মীরহাজিরবাগ এলাকা থেকে ০৩ টি পিস্তল, ০১ টি রিভলবার, ১১ রাউন্ড পিস্তলের গুলি এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিবিধ সরঞ্জামাদি সহ কুখ্যাত সন্ত্রাসী দল আল-আমিন গ্রুপের আনিস এবং হোসেন নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসী দলটি মীরহাজিরবাগ এলাকায় মাদক ব্যবসা চাঁদাবাজি ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।
আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে নিকটস্থ সেনা ক্যাম্পসমূহে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হলো।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন