প্রকাশের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫ । ২:১৮ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীয়া শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২৮ জুন ২৫ইং শুক্রবার শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ রেজাউল কবির দীপু ও জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নুরু আল আমিন (স¤্রাট) যৌথ স্বাক্ষরে ২ বছরের জন্য ৩৪ সদস্য বিশিষ্ট্য একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত পূর্নাঙ্গ কমিটিতে মোঃ আবু নাইম বাবুল কে সভাপতি, মোঃ শরিফুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও মোঃ জাহিদুল হাসান (আইএজ) কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ আবু নাইম বাবুল বলেন, দলের ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দলকে এগিয়ে নেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বলেন, সকল নেতাকর্মীদের সমন্বয়ে দলকে এগিয়ে নেওয়ার জন্য যতটুকু কাজ করার প্রয়োজন আমরা করে যাব।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন