ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর দিক-নির্দেশনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ও থানার সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সন্ধ্যায় পাটগুদাম ব্রিজ মোড় হাজী কাশেম আলী কলেজের পেছন থেকে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী আল-আমিনকে আটক গ্রেফতার করেছে। সে একাধিক মামলার আসামি এবং চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী।
এর আগেও ওসি শিবিরুল ইসলাম ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা যায় জেলা গোয়েন্দা শাখা ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ ছিনতাই ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।