প্রকাশের সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫ । ৭:৩৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরে তিন বন্ধুকে সংবর্ধনা দিলো এসএসসি – ৯৪ ব্যাচ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।।

শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শেরপুর জেলা শাখার নবনির্বাচিত আহবায়ক কমিটিতে স্থান পাওয়ায় অরাজনৈতিক সংগঠন এসএসসি ব্যাচ ”৯৪ ,শেরপুর জেলা শাখার পক্ষ থেকে তিন জনকে বন্ধু সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার ২৭ জুন) দিবাগত রাতে শেরপুর শহরের নিউ মার্কেটস্থ দু’তলায় এসএসসি ”৯৪ ব্যাচের অস্থায়ী করার্যালয়ে এই বন্ধু সংবর্ধনার আয়োজন করা হয়।শেরপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটিতে স্থান পাওয়া এসএসসি ‘৯৪ ব্যাচের তিন জন হলেন,যুগ্ম আহবায়ক পদে শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ,সদস্য পদে শ্রীবরদী পৌর বিএনপি’র সভাপতি ফজলুল চৌধুরী অকুল ও নালিতাবাড়ী উপজেলার সাবেক মেয়র আনোয়ার হোসেন (ভিপি)।

অনুষ্ঠানে শেরপুর জেলার ৫ উপজেলার’৯৪ ব্যাচের বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়।এতে বন্ধুদের পদচারণা আর হই-হুল্লোড়ে মুখরিত হয়ে উঠে পুরো ‘৯৪ ব্যাচের অস্থায়ী কার্যালয়।কিছুক্ষণের মধ্যেই অস্থায়ী কার্যালয়টি কানায় কানায় ভরে যায়।পুরোনো বন্ধুদের কাছে পেয়ে তৈরি হয় আনন্দ আর আবেগঘন পরিবেশের।দীর্ঘদিন পর এই মিলনমেলায় যেন প্রাণোচ্ছল পরিবেশের সৃষ্টি হয় ।অনুষ্ঠানটিতে বন্ধুদের প্রাণময় উন্মাদনা সবাইকে যেন ফিরিয়ে নিয়ে যায় সেই ১৯৯৪ সালের তারুণ্যে টগবগে দিনগুলোতে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ‘৯৪ ব্যাচের মো.জালালউদ্দিন এবং পবিত্র গিতা থেকে পাঠ করেন শিল্পী সাহা বৃষ্টি। এরপর শুরু হয় পরিচিতি পর্ব।বন্ধুদের পরিচিতি পর্ব প্রাণবন্ত হয়ে ওঠে আবু রায়হান পাভেলের অনবদ্য উপস্থাপনায়।

পরিচিতি পর্ব শেষে সংক্ষিপ্ত আলোচনা পর্বে ‘৯৪ ব্যাচের বন্ধুদের মধ্যে শেরপুর সদর উপজেলার পক্ষ থেকে বক্তব্য দেন,শেরপুর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিস্টার, ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মনিরুজ্জামান মনির,বিশিষ্ট ব্যাবসায়ী শাহজাহান কবির,শেরপুর জেলা চেম্বার অব কমার্সের পরিচালক তৌহিদুর রহমান পাপ্পু,বিশিষ্ট ব্যাবসায়ী রাহাত খান,শ্রীবরদী উপজেলার পক্ষ থেকে প্র‌কৌশলী মোহাম্মদ জা‌কিরুল ইসলাম সুমন, প‌রিচালক (ট্রে‌নিং),‌বিএ‌ডি‌সি ট্রে‌নিং ইন‌স্টি‌টিউট,মধুপুর, টাঙ্গাইল,বিএ‌ডি‌সি,কৃ‌ষি মন্ত্রণালয়,ঝিনাইগাতী উপজেলার পক্ষ থেকে ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক ও সাংবাদিক মো. রফিকুল ইসলাম,নকলা উপজেলার পক্ষ থেকে সাবেক কমিশনার সাদেক হোসেন,নালিতাবাড়ী উপজেলার পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী কিবরিয়া প্রমূখ।শেরপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটিতে স্থান পাওয়া তিনজন সমস্বরে বলেন,এই সংবর্ধনা তাদের জন্য একটি বড় অনুপ্রেরণা।এই অনুপ্রেরণায় তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ পাবেন।তারা আরও বলেন,তারা যে অবস্থানেই থাকেন না কেন,বন্ধুর পরিচয় শুধুই বন্ধু।

এই গ্রুপের বন্ধুরা সবাই সমান,সমাজে যার অবস্থান যেখানেই থাকুক না কেন,তারা যেকোন প্রয়োজনে বন্ধুদের পাশে থাকবেন।এমন সুন্দর আয়োজন করার জন্য,আয়োজকদেরকেও তারা আন্তরিক ধন্যবাদ জানান।সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট,উপহার ও ফুলেল শুভেচ্ছায় তাদের সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠান শেষে গল্প-আড্ডা আর সেলফিতে মেতে ওঠে বন্ধুরা।সে কি প্রাণবন্ত উচ্ছ্বাস! বয়স যেন হার মানল প্রাণের উন্মাদনায়।দলগত ছবি,একক ছবি-এ যেন হরেক রকম বাহার।অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন আসাদুজ্জামান মিস্টার,পাপ্পু, মনির,রাহাত,শাহজাহান,শামীম,রফিকুলসহ আরও কয়েকজন।শেষে খাবার প্যাকেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন