প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ । ৪:০৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝিনাইগাতীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।।

শেরপুরের ঝিনাইগাতীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়েছে।২৬ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন বিশেষ চাহিদাসম্পন্ন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৩টি হুইল চেয়ার ও ২টি শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হাতে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল। বিতরণ কার্যক্রমে উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজসহ সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন