প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ । ২:১২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক সিইসিকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা আটক

স্টাফ রিপোর্টার।।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করা হয়েছে। সেনাবাহিনী তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

সোমবার (২৩ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সাবেক সিইসি নূরুল হুদাকে আটকের সময় উত্তেজিত জনতার মব তৈরি হয় এবং তাকে হেনস্তা করা হয়। এ ঘটনায় রোববার রাতেই উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সিইসি নূরুল হুদাকে দ্রুত ডিবি কার্যালয়ে নেয়া হয়।

ডিসি মুহিদুল জানান, মব সৃষ্টি করে হেনস্তার ঘটনায় জড়িত সবাইকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে। সেনাবাহিনীর একটি দল উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

তিনি বলেন, অতি উৎসাহিত হয়ে যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, রোববার সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতিতেই একদল মব তাকে নানাভাবে লাঞ্ছিত করে। তাকে শারীরিকভাবেও হেনস্তা করা হয়। ঘটনার সময়ের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন