বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবির) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে।
গত ১৬ জুন (২০২৫), কিশোরগঞ্জ সদর উপজেলার চর শোলাকিয়া গুলশানমোড় এলাকার বাসিন্দা ফয়জুল কবির ভূঞা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, সালাউদ্দিন পূর্বে কিশোরগঞ্জে কর্মরত থাকাকালীন নানা অনিয়ম, হয়রানি এবং ভুয়া মামলা সৃষ্টির মাধ্যমে একজন ভুক্তভোগীকে বারবার হয়রানি করেছেন।
অভিযোগে উল্লেখ রয়েছে, কিশোরগঞ্জে থাকাকালীন সময়ে সালাউদ্দিন বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। জনসাধারণ তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও করে। এর প্রতিশোধ হিসেবে সালাউদ্দিন ‘ভৌতিক বিল’ তৈরি করে বাদীকে হয়রানি করেন এবং তার যোগসাজশে সহকারী প্রকৌশলী আহসান ইবনে আজিজ বাদী হয়ে একাধিক মিথ্যা মামলা দায়ের করেন।
যেসব মামলায় পরবর্তীতে গত ১৩ মে, ২০২৫ তারিখে ময়মনসিংহ বিদ্যুৎ আদালত অভিযুক্তদের খালাস প্রদান করে। এ ঘটনারই ধারাবাহিকতায় এবার ৬ জনকে আসামি করে বাদী ফয়জুল কবির ভূঞা নতুন মামলা দায়ের করেন, যেটি দণ্ডবিধির ২১১/৫০০/৩৪ ধারায় গৃহীত হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বিষয়টি কিশোরগঞ্জ মডেল থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সালাউদ্দিনের বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়।
অতীতেও তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, মিথ্যা মামলা দায়ের ও সাধারণ নাগরিকদের হয়রানির নানা অভিযোগ উঠেছে, যা প্রতিবারই রহস্যজনকভাবে চাপা পড়ে গেছে।-তবে এবার বিষয়টি আইনি কাঠামোয় প্রবেশ করায় স্থানীয় জনসাধারণের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে দুর্নীতির শিকড় উপড়ে ফেলা সম্ভব হবে।