প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫ । ২:৫২ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি এমদাদ গ্রেফতার

শিউলি আক্তার,গৌরিপুর প্রতিনিধি ।।

ময়মনসিংহের গৌরীপুরে সাজাপ্রাপ্ত আসামি হারুন উর রশিদ (এমদাদ)কে গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ। হারুন উর রশিদ (এমদাদ) গৌরীপুর উপজেলার চর ঘোড়ামারা গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে।

রবিবার (২২ জুন) সন্ধ্যায় গৌরীপুর উপজেলার চর ঘোড়ামারা এলাকা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে থানা পুলিশ।

জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের বিজয় নগর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোঃ রফিকুল ইসলাম জেলা ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট ৪নং গৌরীপুর আমলী আদালতে ৪০৬/৪২০/৪০৯/৪৬৭/৪৬৮ ধারায় ১৪/২০২৩ সিআর মামলা দায়ের করেন। উক্ত মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন