প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫ । ১০:০০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীয়ায় বাসসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

ফুলবাড়িয়া(ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় চুরি হওয়া বাসসহ আন্তঃজেলা বাস চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ।

শনিনার (২১ জুন) পৌর সদরের গাড়ির মালিক সিরাজুল ইসলাম সুরুজ ফুলবাড়ীয়া থানায় অভিযোগের জানায় মিলেনিয়াম ফিলিং স্টেশন থেকে বাসটি চুরি হয়েছে।অভিযোগ প্রেক্ষিতে ফুলবাড়িয়া থানাপুলিশ ২৪ ঘন্টার মধ্যে চুরি হওয়া বাসসহ চোরদের গ্রেফতার করা হয়েছে বলে রোববার (২২ জুন) বিকালে ফুলবাড়ীয়া থানার ওসি রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন ফুলবাড়ীয়া পৌর সভার উজান পাড়ার হাসমত আলী ছেলে শাহাদাত হোসেন (২২), লক্ষীপুরের রায়পুরের মধ্যপূর্ব চরবংশী গ্রামের শফিউল্লাহ ভুঁইয়ার ছেলে আরিফ ইসলাম নিলয় (২০)। চুরি হওয়া আলম এশিয়া বাস নং- ময়মনসিংহ-ব-১১-০১৩৪ যার মূল্য অনুমান ৫০ লক্ষ টাকাসহ গ্রেফতারকৃতদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ফুলবাড়ীয়া থানার ওসি রুকনুজ্জামান বলেন বাকী আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন