ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাল্যবিবাহ রোধে সচেতনা মূলক পথ নাটক অনুষ্ঠিত হয়েছে।২২ জুন রোববার পৌর সদরের১নংওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে।ফুলবাড়িয়া পৌর সভা শিশু ফোরামের উদ্যোগে পথ নাটক উদ্বোধন পর্বে ফুলবাড়ীয়াএপি আয়োজনে পৌরসভার ১নং ওয়ার্ডে ইউএন ডিপি সভাপতি মো.দেলোয়ার হোসেনএর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। বাল্য বিবাহ রোধে বক্তব্যে রাখেন ফুলবাড়িয়া পৌরসভার ইউএন ডিপি সভাপতি মজিবুর রহমান,আজিজুর রহমান মানিক,শামছুল হক,ফরিদা আক্তার,আঃ রহমান ইসমাইল হোসেন দুলু, ফুলবাড়িয়া প্রেস ক্লাবের দফতর সম্পাদক হেলাল উদ্দিন উজ্জল।
এ সময় ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কমিউনিটি ফ্যাসিলিটেট শামীম আরা বেগম,রোকাইযা ইয়াসমিন,ইউপিজি ফ্যাসিলিটেট আবু রায়হান,এলএসবি ফ্যাসিলিটেট শিল্পী আক্তার,কাকলী আক্তার,উপস্থিত ছিলেন ।