হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দর এ দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল কর্তৃক আমদানি নিষিদ্ধ গৌরী ক্রীম আটক করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নিয়োজিত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল *বি- শিফট* এর গোয়েন্দা টীম এর কঠোর নজরদারীর ফলে ্ ১৯/০৬/২০২৫ খ্রি,. তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই, হতে ঢাকায় আগত ফ্লাইট নং BG 148 এর belt no.3 এ যাত্রী বিহীন 3টি ব্যাগেজ পাওয়া যায়, ব্যাগেজ গুলো স্ক্যানিং করে মোট 90kgs আমদানি নিষিদ্ধ গৌরী ক্রীম পাওয়া যায়।যা কাস্টম হাউস ঢাকায় জমা প্রদান করা হয় ডিএম এর উদ্দেশ্যে।
আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৯ লক্ষ ৮০ হাজার টাকা।