প্রকাশের সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫ । ২:৩২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের নতুন নেতৃত্ব: অন্তর সভাপতি,অক্ষয় সাধারণ সম্পাদক

ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।

জাতীয় সম্মেলনে বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের ( বাহাছাস) নতুন নেতৃত্ব বাছাই করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে অন্তর হাজংকে সভাপতি ও শ্রীবন হাজং অক্ষয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শুক্রবার(১৩ জুন) বিরিশিরি কালচারাল একাডেমি হলরুমে দিনব্যাপী দ্বিবার্ষিক এই সম্মেলনের শেষ পর্বে রাতে এই নেতৃত্ব বাছাই করা হয়।

এর আগে সকালে সম্মেলন উদ্বোধন করেন, বিশিষ্ট হাজং লেখক ও গবেষক মতিলাল হাজং।

“কালজয়ী সংগ্রামী ঐতিহ্যই আমাদের একবিংশ শতাব্দীর প্রেরণা’ শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনার গারোপাহাড়ি অঞ্চল দুর্গাপুরের নবম জাতীয় হাজং ছাত্র সম্মেলন হয়।

সম্মেলনের আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের সভাপতি জিতেন্দ্র হাজংয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশীষ হাজং ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রিজম হাজংয়ের সঞ্চালনায়
স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক অন্তর হাজং । প্রধান অতিথির বক্তব্যে রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শরদিন্দু সরকার স্বপন হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং,সাধারণ সম্পাদক নয়ন হাজং,বাংলাদেশ হাজং যুব সংগঠনের সভাপতি বিপুল হাজং, নারী নেত্রী সন্ধ্যা রানী হাজং, শেফালী হাজং, হাজং নেতা পিযুষ কান্তি হাজং, রিপন চন্দ্র বানাই ।

আলোচনা শেষে বিকেলে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজং শিল্পীরা তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরে নৃত্য ও গান পরিবেশনা করে।

সংগঠনের বিদায়ী সভাপতি জিতেন্দ্র হাজং জানান, রাতে কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের বর্তমান কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যের মধ্যে আংশিক কমিটি ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে। নতুন কমিটিতে অন্তর হাজংকে সভাপতি ও শ্রীবন হাজং অক্ষয় কে সাধারণ নির্বাচিত করা হয়। কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে প্রিজম হাজং, পূঁজা হাজং ঋতু, বাঁধন হাজং, সহ-সাধারণ সম্পাদক পদে দিপা রানী হাজং নীলা, মামুন হাজং, সাংগঠনিক সম্পাদক পদে যুগান্তর হাজং শতাব্দী, কিশোর হাজং, দীপ হাজং,দপ্তর সম্পাদক পদে নিউটন হাজং,সহ-দপ্তর সম্পাদক পদে প্রান্ত হাজং, বিজয় কৃষ্ণ হাজং, সাংস্কৃতিক সম্পাদক পদে স্বপ্নীল হাজং পৃথী সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে পৌষী হাজং পূজা৷

নব নির্বাচিত সভাপতি অন্তর হাজং বলেন, হাজং জনগোষ্ঠীর শিক্ষার্থীদের অধিকার ঐক্য এবং সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির লক্ষ্যে নতুন কমিটি
কাজ করবে ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন