ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ভালুকা পৌরসভাস্থ ৭নং ওয়ার্ড থানা মোড় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপার্শ্বে মৃত হবি খান এর ৫ তলা বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ১৩ জুন ২০২৫ খ্রিঃ তারিখ ০০.১৫ ঘটিকায় ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সেলিম আহম্মেদ (৩২), পিতা-রফিকুল ইসলাম, মাতা-মোসাঃ সেলিনা খাতুন, সাং-মুখি, থানা-পাগলা, জেলা-ময়মনসিংকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১টি মাদক মামলা আছে।
উদ্ধারকৃত ১০ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।