ময়মনসিংহে বিয়ের প্রলোভনে গৃহ শিক্ষক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেছে রায়হান ইসলাম। অভিযুক্ত ধর্ষক রায়হান ইসলাম মসিকের ৩২ নং ওয়ার্ডের চর কালিবাড়ী সাকিনস্থ ইসমাইলের ছেলে এবং “ডিসিপ্লেইন মডেল স্কুল অ্যান্ড কলেজের” প্রিন্সিপ্রাল।
এ ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন। যার নং- ৩৩/২৫
মামলা সুত্রে জানা গেছে, চর ঈশ্বরদিয়ার এক স্কুল ছাত্রী তার পার্শ্ববর্তী চর কালিবাড়ির ইসমাইলের ছেলে রায়হান ইসলামের ৬ বছর বয়সী ছেলে আহাদকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়ায়। প্রাইভেট পড়ানোর সুবাদে ছাত্র আহাদের পিতা রায়হান ইসলাম প্রায়ই ঐ গৃহ শিক্ষিকাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিত। এতে গৃহ শিক্ষিকা রাজি হয় নাই।
ঈদুল আযহা উপলক্ষ্যে ছুটি শেষে গত ৯ জুন সকালে ছাত্র আহাদের পিতা রায়হান ইসলাম গৃহ শিক্ষিকাকে মোবাইল ফোনে বলে আগামীকাল ১০ জুন তার ছেলেকে স্কুলে প্রাইভেট পড়াতে যাওয়ার জন্য। গৃহ শিক্ষক তার কথামত সরল বিশ্বাসে ১০ জুন দুপুর সাড়ে ১২টার দিকে শম্ভুগঞ্জ মিল গেইট বাজার সংলগ্ন ডিসিপ্লেইন মডেল স্কুল এন্ড কলেজে যায়।
এ সময় রায়হান ইসলাম গৃহ শিক্ষককে জানায় তার ছেলে উক্ত স্কুলের একটি রুমে বসে আছে। রায়হান ঐ গৃহ শিক্ষককে ডিসিপ্লেইন মডেল স্কুল এন্ড কলেজের একটি রুমে নিয়ে যায় এবং বিবাহের প্রলোভন দেখিয়ে তাকে ঝাপটে ধরে স্কুলের ফ্লোরের মধ্যে ফেলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। ঐ গৃহ শিক্ষকের ডাক চিৎকারে স্কুলের পাশে থাকা ফ্লাটের লোকজন এগিয়ে আসে এবং ধর্ষক রায়হানকে হাতেনাতে আটক করে ফেলে।
পরবর্তীতে থানা পুলিশকে সংবাদ দিলে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রায়হানকে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, “এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।