প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ । ২:০৯ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

প্যারোলে মুক্তি পেয়ে মাকে শেষবিদায় দিলেন সাংবাদিক রুপা-শাকিল

নিজস্ব প্রতিবেদক।।

সাংবাদিক ফারজানা রুপা তার মাকে শেষ বিদায় জানাতে বুধবার প্যারোলে মুক্তি পান। তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদও একই সময়ে মুক্তি পান।

গত মঙ্গলবার সন্ধ্যায় ফারজানা রুপার মা হোসনে আরা বেগম (৮০) বার্ধক্যজনিত রোগে মারা যান। প্যারোলে মুক্তি পেয়ে রাত ৯টার দিকে এই সাংবাদিক দম্পতি ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধারিয়াকান্দা গ্রামে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত–উল ফরহাদ সমকালকে জানান, গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে শাকিল আহমেদ এবং ফারজানা রূপা কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সেখান থেকেই তাদের পুলিশ হেফাজতে দেওয়া হয়। বিকেল ৩টার দিকে বের হওয়ার কথা থাকলেও তারা দেরিতে কারাগার থেকে বের হন। এরপর তাদের বিশেষ সতর্কতায় ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়।

বাড়িতে পৌঁছানোর পর ফারজানা রুপা ও শাকিল আহমেদকে দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। ফারজানা রুপার ভাগনে নবনীল সরকার বলেন, ‘তারা রাত ৯টার দিকে বাড়িতে আসেন। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।’ মায়ের মৃত্যুতে ফারজানা রুপা গভীরভাবে শোকাহত।

বুধবার বাদ আছর হোসনে আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় এই দম্পতিকে গত ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক এবং তার স্ত্রী ফারজানা রুপা টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল দম্পতি রাত ৯ টায় পুলিশ প্রহরায় বাড়িতে পৌঁছান। পরে তার মাকে শেষ বিদায় জানিয়ে ৯টা ৩০ মিনিটে আবার ঢাকায় কারাগারের উদ্দেশ্যে রওনা দেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন