প্রকাশের সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫ । ৩:৪২ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শহীদ জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি ফিরিয়ে দিতে পারলে বুঝতাম সরকার কৃতিত্বের কাজ করেছে’

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।
১০ মাসে শহীদ জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারলে বুঝতাম সরকার বিশাল কৃতিত্বের কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার (৫ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
ওই পোস্টে ইশরাক লেখেন,  ১০ মাসে শহীদ জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারলে বুঝতাম সরকার বিশাল কৃতিত্বের কাজ করেছে। আজকে যেটা করল সেটার জন্যে ধন্যবাদ জানাই, তবে এখানে কৃতিত্ব নেওয়ার কিছু নাই। বাড়ির মালিক অবৈধভাবে আটকে রাখা কাগজ পত্র ফেরত পেয়েছে।
এর আগে, বুধবার (৪ জুন) রাত নয়টার দিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির  নামজারির কাগজ তুলে দেন। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।
গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার বাড়ির নামজারির বিষয়টি আগেই সম্পন্ন করেছে সরকার। আনুষ্ঠানিকভাবে নামজারির কাগজটি খালেদা জিয়ার হাতে তুলে দিতে চেয়েছে সরকার। কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে এই আনুষ্ঠানিকতা দেরি হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন