প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ । ১১:০৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নকলায় বিদ্যুতায়িত হয়ে ড্রামট্রাক চালকের মৃত্যু

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।।

শেরপুরের নকলা উপজেলায় বিদ্যুতায়িত হয়ে ফাহিম মিয়া (২০) নামে এক ড্রামট্রাক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) উপজেলার পাঠাকাটা ইউনিয়নের উত্তর পাঠাকাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম জামালপুর জেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বারোমারী গ্রামের মো.রেজাউল করিমের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়,চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের নারায়ণখোলা ঘাট থেকে বালু এনে পাঠাকাটা গ্রামের ফরিদুল ইসলামের জমি ভরাটের কাজ চলছিল।

বালুবাহী মাহিন্দ্র ড্রামট্রাকের চালক ফাহিম ড্যাম্পার সুইচ চাপ দিয়ে বালু ফেলছিলেন। এ সময় ড্যাম্পারটি পাশের বিদ্যুতের তারে স্পর্শ করলে ট্রাকটি বিদ্যুতায়িত হয় এবং ফাহিম ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে স্থানীয়রা ফাহিমের মরদেহ উদ্ধার করেন।পরে নকলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন