প্রকাশের সময়: সোমবার, ২ জুন, ২০২৫ । ১০:২৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো পথ পাঠাগার

ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।

নেত্রকোনার দুর্গাপুরে পথ পাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাহাড়ী অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে৷ সোমবার বিকেলে সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের প্রকৃতি পাঠশালা চত্বরে এগুলো বিতরন হয়৷

শিক্ষা উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন প্রকৃতি পাঠশালার পরিচালক নাজমুল তুহিন, পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, পাঠাগার সম্পাদক এ কে এম মঈনুল ইসলাম।

নতুন প্রজন্ম সহ সর্ব শ্রেণির মানুষকে বই পড়া ও সাহিত্য আড্ডায় মনোনিবেশ করতে এই পাঠাগারের সূচনা হয় ২০২০ সালের ২ জুন। বইপড়া আন্দোলনের পাশাপাশি জাতীয় দিবস, সামাজিক সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরন শিক্ষামূলক প্রতিযোগিতা, কুইজসহ সমাজের নানা উন্নয়নমূলক কাজ করছে সংগঠনটি। এ কার্যক্রমে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান পথ পাঠাগারের নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন