মুক্তাগাছায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুকে ধর্ষণের চেষ্ঠাকারী ধর্ষককে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসীর দাবীতে মানববন্ধন- মহাসড়ক অবরোধ করেছে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসীসহ বিভিন ছাত্র সংগঠনের নেতারা।
বিক্ষোভকারীরা এ সময় ‘রশি লাগলে রশি নে- ধর্ষককে ফাসীঁ দে’, ধর্ষকের ফাসী চাই, বলে স্লোগান দেয়।
ধর্ষণ চেষ্টার আসামি আনোয়ার ইসলাম উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের বানিয়াকাজী গ্রামের এছাহাক আলীর পুত্র। ধর্ষক আনোয়ারুল নূরে মদীনা মহিলা মাদ্রাসার সভাপতি।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার খিলগাতি ইউনিয়নের বানিয়াকাজী গ্রাম থেকে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিলসহ ২টার দিকে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে।মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ময়মনসিংহ- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার উভয় পাশে ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকের গ্রেফতারের দাবী জানান এবং গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারী দেন।
মুক্তাগাছার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন অবরোধ স্থলে এসে আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।
উল্লেখ্য, গত সোমবার তৃতীয় শ্রেণীতে পড়–য়া শিশুটি তার পড়শি দাদার কাছে ধর্ষণের চেষ্টার শিকার হন। ঘটনাটি গোপন রাখার জন্য ভিকটিম ও তার পরিবারের লোকজনকে হুমকি দেয়।
বিষয়টি তার দাদা-দাদী জানার পর এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের অবহিত করলে এ নিয়ে গত বুধবার শালিস বসে। শালিসে আড়াই লাখ টাকায় রফাদফার চেষ্টায় ব্যর্থ হয় এবং থানায় মামলা রুজু হয়।