প্রকাশের সময়: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ । ৩:২০ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রদের কাজ মন্ত্রণালয়ে নয়, তাদের ঠিকানা ক্যাম্পাস ; রিজভী

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

ডিসেম্বর থেকে জুনে নির্বাচন- এ নিয়ে মানুষকে দ্বিধা দ্বন্দ্বে ঘোরানোর অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলে বিএনপি নেতাকর্মীদের মামলা প্রত্যাহার কেনো হবে না এমন প্রশ্নও তোলেন তিনি।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, ছাত্রদের এপিএস’র নামে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ ভয়ঙ্কর।

মন্ত্রণালয়ে কেনো ছাত্রদের কমিটি থাকবে এমন প্রশ্ন তুলে রিজভী বলেন, এতে ছাত্রদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সমাজের কিছু লোক আছে, যারা ছাত্রদের বিপথগামী করছে, প্রলোভন দেখাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ছাত্রদের কাজ মন্ত্রণালয়ে নয়, তাদের ঠিকানা ক্যাম্পাস।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন