আগে স্থানীয় সরকার নির্বাচন দিন, জনগণ এখন কষ্টে আছে—এ কথা বলে সরকারের সদিচ্ছা ও সক্ষমতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শুক্রবার দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে এক কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ঐক্যের শক্তিতে বিজয় আসবে। তবে এই বিজয়ের লক্ষ্য কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানো নয়, বরং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। এজন্য পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে ভোট নিশ্চিত করতে হবে।”
নারী অধিকার নিয়ে সম্প্রতি দেওয়া এক প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, “সংসদে যে প্রতিবেদন জমা হয়েছে, সেখানে কুরআন-সুন্নাহর পরিপন্থী সুপারিশ রয়েছে। যারা এই সুপারিশ করেছেন, তারা দেশের সাড়ে নয় কোটি নারীর প্রতিনিধিত্ব করেন না। আমাদের সমাজকে যেদিকে নিতে চায়, আমরা সেটা হতে দেব না।”
জুলাই-আগস্টের আন্দোলনে যারা গুলি চালিয়েছে তাদের বিচার দাবি করে তিনি বলেন, “যারা গণহত্যা চালিয়েছে, তাদের কাউকে আইনের বাইরে রাখা যাবে না। তাদের বিচার নিশ্চিত করতে হবে।”
দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “বর্তমানে বাজার আবারও উত্তপ্ত হচ্ছে। সরকারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “অনেক সাংবাদিক জানতে চান আমরা সরকারের ওপর কতটা সন্তুষ্ট। আমি বলি, ‘ফিফটি-ফিফটি’। সরকারও হয়তো চেষ্টা করছে, তবে সবার দৃষ্টিভঙ্গি এক নয়। কেউ মক্কার দিকে টানে, কেউ মস্কোর দিকে—এই দ্বিধা যাদের থাকে, তাদের ক্ষতিই হয় বেশি।”