প্রকাশের সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ । ২:৩৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাশিয়ান সেনা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

ঢাকা, ০৮ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার): রাশিয়া সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি ও তাঁর নেতৃত্বাধীন সামরিক প্রতিনিধিদল ০৮ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার) মস্কোর আলেক্সান্ডার গার্ডেনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাশিয়ান শহীদ সৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ, জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভ এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন। অনুষ্ঠানে মেট্রোনোমের শব্দের মাধ্যমে প্রচলিত প্রথা অনুযায়ী এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর, মিলিটারি অর্কেস্ট্রা কর্তৃক শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি রাশিয়ান সেনাবাহিনীর ১৫৪ তম।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন