প্রকাশের সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ । ৪:০৭ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাব্বিশ থেকে চব্বিশে- মেহেদী সম্রাট

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ছাব্বিশে মার্চ হামলে পড়ে
হিংস্র পাকি হায়না
রক্ত-লাশের পাহাড় গড়ে
ভোলাতো তা যায়না।

বাঙালিরাও গর্জে ওঠে
ছেড়ে কথা কয় না
জোর কদমে যুদ্ধে ছোটে
ঘরে বসে রয় না।

এ-তো হলো একাত্তরের
বীরের গল্প জানা
এবার চলো স্বৈরাচারের
গল্প শুনি নানা।

যেমনি করে হায়না আসে
একাত্তরের ছাব্বিশে
মানুষ মেরে তেমনি হাসে
হাসিনারা চব্বিশে।

আকাশযানে অস্ত্র ভরে
নির্বিচারে বুলেট ছোড়ে
শিশুরাও হাসুর ডরে
কেঁপে ওঠে ঘুমের ঘোরে।

এমন ছিলো ডাইনি
ভুলেতো তা যাইনি।

ছাত্র-যুবক-বৃদ্ধ-জোয়ান
অকাতরে জীবন খোয়ান
সেই হাসিনার ক্রোশে,
অবশেষে জুলাই এলো
হাসিনারা পালায় গেলো
বীর জনতার রোষে।

ছাব্বিশ থেকে চব্বিশে
মেহেদী সম্রাট
২৬ মার্চ, ২০২৫

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন