প্রকাশের সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ । ২:৪২ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি -সোহাগ আরেফিন

স্টাফ রিপোর্টার।।

সাংবাদিকেরা আজ সবচেয়ে বেশি নির্যাতিত, কথায় কথায় আজ সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে,কোনো প্রতিকার নেই,, স্বাধীনতা নেই এমন মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, এসময় তিনি জোর দাবি জানান অনতিবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের করতে হবে।

শনিবার (২২ মার্চ) ২১ রমজান বিকেলে চট্টগ্রাম নগরীর খুলশীর ফয়েজলেক এলাকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে বিএমইউজে কার্যালয়ে মাদ্রাসার এতিম শিশুদের সাথে নিয়ে “বিএমইউজে” চট্টগ্রাম জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন এসব কথা বলেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে, কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম বাবলুর সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক -চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কামাল পারভেজ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের প্রতিচ্ছবির প্রকাশক ও সম্পাদক হাসান আল মামুন, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক নুরুল আফসার তৌহিদ, সহ-সম্পাদক বেলাল আহমেদ, অতিরিক্ত জেলাও দায়রা জজ আদালত এর এ পি পি আবু বক্কর সিদ্দিক, সিআর এ’র সাংগঠনিক সম্পাদক অন্তর রুবেল, সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম এর সভাপতি মিজান উল্লাহ সমরকন্দী, বিএমইউজে চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাব্বি, মমিন উল্লাহ, সাংবাদিক নেতা শফিকুল ইসলাম, শামসুল আলম রানা, সাংবাদিক নেতা নাসির উদ্দিন লিটন, বিএমইউজে চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি রুমেন চৌধুরী, মাজহারুল ইসলাম রানা সাংগঠনিক সম্পাদক মুরাদ হাসান বিপ্লব মোশারফ হোসেন মাসুদ, শাহিন আলম, মোঃ ফরহাদ, শাহাদাত মুরাদ সোহেল, রাজিব, গিয়াস উদ্দিন লিটন, সহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে – কামাল পারভেজ বলেন আজ মহান এই পেশায় সাংবাদিকদের মধ্যে ঐক্যের বড়ই অভাব। এটার অবসান ঘটিয়ে নিজেদের মধ্যে ঐক্যের প্রাচীর নির্মাণ করতে হবে। আজ প্রতিটি জেলায়, অঞ্চলে, রাজধানীতে সাংবাদিকরা নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে। প্রতিবাদ জানিয়ে থেমে থাকলে হবে না। প্রয়োজনে রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদ জানাতে হবে। তাই ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নুরীয়া মাদ্রাসা কমপ্লেক্স’র শিক্ষক ক্বারী মওলানা হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম। এতে উক্ত মাদ্রাসার ১০০জন শিক্ষার্থী আয়োজিত ইফতার মাহফিলে অংশ গ্রহণ করে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন