প্রকাশের সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫ । ১০:২০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএসএমএমইউতে দুদকের অভিযান

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অসহায়-দুস্থ রোগীদের জন্য সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দকৃত অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যম কে জানিয়েছেন।

দুদক জানায়, বিএসএমএমইউ’র অসহায় দুস্থ রোগীদের জন্য সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে রোগীদের জন্য বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট রেকর্ডপত্র, রেজিস্ট্রার বই যাচাই করা হয়। টিম সেবার মান বৃদ্ধি ও সমাজসেবা কার্যক্রমে আরও স্বচ্ছতা আনয়নে পরামর্শ দেয় যাতে অসহায় দুস্থ রোগীরা কোনোরূপ ভোগান্তির স্বীকার না হন।

অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন