প্রকাশের সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫ । ৩:২৯ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার করেছে র‌্যাব

সাইদুর রহমান রিমন।।

ভোলায় সাংবাদিক রাজিব ও বিজয়ের উপর হামলার ঘটনায় অভিযুক্তরা এসপি‘র আশ্রয়ে থেকেও রেহাই পেলো না। র‌্যাব সদস্যরা গতকাল রাতভর অভিযান চালিয়ে হামলাকারী তিন আসামিকে গ্রেফতারে সক্ষম হয়েছে। র‌্যাবের আন্তরিতাপূর্ণ টানা অভিযানের ঘটনায় ভোলার সাংবাদিকরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত ৪ মার্চ ভোলা জেলা শহরে প্রকাশ্য দিবালোকে চিহ্নিত দুর্বৃত্তরা দৈনিক ভোলা টাইমস এর প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ ওরফে রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশ-এর সম্পাদক বিজয় বাইনের উপর নির্মম হামলা চালায়।

এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করার পরও পুলিশ হামলাকারীদের গ্রেফতারের ব্যাপারে কোনরকম ভূমিকা নেননি। উপরন্তু ভোলা জেলার পুলিশ সুপার শরীফুল ইসলাম ওই আসামিদের নিয়ে দফায় দফায় চা চক্রে মিলিত হন বলেও অভিযোগ উঠে।

বিষয়টি ছড়িয়ে পড়তেই উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে মাঠে নামে র‌্যাব বাহিনী। তারা শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে টানা অভিযান চালিয়ে প্রধান আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারেও অভিযান অব্রাহত থাকার কথা জানিয়েছে র‌্যাব।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন