শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব শরিফ উদ্দিন সরকার আমাদের মাঝে আর নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (৭ মার্চ) দুপুর ১:৩০ মিনিটে তার নিজ বাসভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯০) বছর।রাজনৈতিক জীবনে আলহাজ্ব শরীফ উদ্দিন সরকার ছিলেন,ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি ছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও সমাজসেবায় নিবেদিত এই গুণী ব্যক্তিত্ব ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আলহাজ্ব শরীফ উদ্দিন সরকার তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা সত্ত্বেও সমাজের উন্নয়নে তার অবদান ছিল অপরিসীম।
এলাকাবাসী তাকে একজন সৎ,নীতিবান ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে স্মরণ করবে। উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরী,স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেনসহ মরহুম আলহাজ্ব শরীফ উদ্দিন সরকারে জামাতা কে.এস.আর.ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর ডিরেক্টর মো: রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা আরও বলেন, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি: